ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
পাথরঘাটায় দূর্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 October, 2024, 2:14 PM

পাথরঘাটায় দূর্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

পাথরঘাটায় দূর্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ১৪৩ নং মানিকখালী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতির অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক তাওহীদুল ইসলাম (শুভ) কে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ঐ স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছে সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। এঘটনায় পাথরঘাটা প্রেসক্লাবে জরুরি সভা ডেকে সাংবাদিকরা নিদ্রা প্রকাশ করে এবং ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

সাংবাদিক তাওহীদুল ইসলাম (শুভ) জনপ্রিয় চ্যানেল আর টিভি'র পাথরঘাটা উপজেলা প্রতিনিধি।
তাওহীদুল ইসলাম শুভ জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ মাসে দুএকদিন বিদ্যালয়ে আসেন, তখন হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দিয়ে চলে যান। এছাড়াও নিয়মিত পাঁচজন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও ৫ জনের বিপরীতে ২ জনে পালাক্রমে উপস্থিত থাকে। এমন অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে গত ৭ অক্টোবর সোমবার বেলা সাড়ে এগারোটায় সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়। এবিষয়ে প্রধান শিক্ষক হারুন-অর রশিদের কাছে মুঠোফোনে জানতে চাইলে আমাকে বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। না হলে অনুমতি না নেয়ার কারনে মামলা দিবেন বলেও জানান তিনি। পরবর্তীতে ঘটনার পর দিন মঙ্গলবার আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং নিউজ করলে প্রান নাশের হুমকি দেয়।

শুভ আরো জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদের এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তার বক্তব্য আনার পর থেকে পুনরায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাধ্যমে নিউজ বন্ধ করতে চাপ প্রয়োগ করা হয়। 

এমন ঘটনায় পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী নিন্দা জানিয়ে বলেন, একজন সংবাদ কর্মী তথ্যের প্রয়োজনে সর্বত্র যাবে। সেজন্য তাকে প্রান নাশের হুমকি দিবে এটা মানা যায় না। আমি ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি ‌

ঐ বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মা মনি বেগম জানান, আসেপাশে কোন স্কুল না থাকায় বাধ্য হয়ে এ স্কুলে আমার এক ছেলে ও মেয়েকে পড়াচ্ছি। তবে এখানে পড়ালেখার কোন মান নেই। শিক্ষকরা স্কুলটা বাড়ি বানিয়ে ফেলেছে।

এবিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, এই বিষয়ে আমি এখনো কিছু শুনিনি। তবে সাংবাদিককে তথ্য চাইতে গিয়ে প্রান নাশের হুমকি পাবে এটা মানা যায় না। এই রকম কিছু করে থাকলে ঐ শিক্ষকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, তাওহীদুল ইসলাম শুভ পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্ব দিয়ে সাধারণ ডায়রির অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জানতে চাইলে, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, সাংবাদিককে হুমকি দেয়ার বিষয়টি জেনেছি। ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।



� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status