কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
এম এইচ শাহীন, উলিপুর
|
"আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ - গড়ি, " এ প্রতিপাদ্যকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্রালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর সহযোগিতায় , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলার সঞ্চালনায় , আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ আব্বাস আলী,নারী সংগঠনরে নির্বাহী পরিচালক, ফরিদা ইয়াসমিন, মেহেদী হাসান,ফ্রেন্ডশিপ এর ভোলান টিয়ার মোসলেমিনা আক্তারসহ আরো অনেকে। আলোচনায় প প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। এজন্য দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। এতে ক্ষয়ক্ষতি কমিয়ে আসবে। এ সময় উপজেলার বিভিন্ন এনজিও কর্মী , সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকান্ড ও ভূমিকম্প মোকাবেলা বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |