ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৬ অগ্রহায়ণ ১৪৩১
শিশির রহমানের গান শুনে মুগ্ধ তেঁতুলিয়াবাসী
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
প্রকাশ: Sunday, 13 October, 2024, 1:17 PM

শিশির রহমানের গান শুনে মুগ্ধ তেঁতুলিয়াবাসী

শিশির রহমানের গান শুনে মুগ্ধ তেঁতুলিয়াবাসী

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের আনন্দ দিতে বিশিষ্ট নাট্যকার , নির্দেশক ও লোক সংগীত শিল্পি শিশির রহমান গাইলেন গান । অগত পর্যটক ও তেঁতুলিয়ার স্থানীয় সংগীত প্রেমীদের  শুনালেন মনোমগ্ধকর এই পরিবেশনা।

১২ অক্টোবর ২৪/ শনিবার রাতে তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী তেঁতুলতলায় তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে জনপ্রিয় এই শিল্পির একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও দৈনিক সবুজ নিশানের সম্পাদক এ্যাড. আবু সাঈদ সোহান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা।

শিশির রহমান। বহুমাত্রিক সাংস্কৃতিক প্রতিভা, মঞ্চনাটকের তরুণ মেধাবী মুখ। শিশির রহমান একাধারে অভিনয়শিল্পী, নাট্যকার, নির্দেশক, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক। অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি সমানতালে নির্দেশনা দিয়েছেন। রচনা করেছেন একাধিক নাটক। তবে সব কিছু ছাপিয়ে গেছে তার দরদী কণ্ঠে মৌলিক গানের সুর। সঙ্গীত পরিচালক হিসেবেও অসংখ্য মঞ্চনাটকে কৃতিত্ব দেখিয়েছেন মুন্সীগঞ্জের এই কৃতী নাট্যজন।

শিশির রহমান : ১৯৯২ থেকে এ পর্যন্ত প্রায় ৭টি নাট্য দলে (মুন্সীগঞ্জ থিয়েটার, থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ, নাট্য প্রয়াস, পেট্রোবাংলা ড্রামা ক্লাব, অনুরাগ থিয়েটার, সুশীলন সাতক্ষীরা, এবং প্রাঙ্গণেমোর নাট্যদলের ২৫টি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন । এর মধ্যে, 'মেরাজ ফকিরের মা', 'এখানে নোঙর', 'বুড়ো শালিখের ঘাড়ে রোঁ, 'সুবচন নির্বাসনে', 'জমিদার দর্পণ', 'মধুমালা মদন কুমার', 'ডাকঘর', '১৯৭১', 'নৃপতি', 'সোজন বাদিয়ার ঘাট', 'নক্সীকাঁথার মাঠ' অন্যতম। এছাড়া আমার লেখা নাটক 'পদ্মা পাড়ের কথকতা', 'গোয়েন্দার বারো বছর','নিলামের বাজার', 'পঞ্চ ভূতের রঙ্গ তামাশা', 'জল মহলায় নীল সমাধী', 'আমাদের লায়লী মজনু', ও 'বিবাদী সারগাম' উল্লেখযোগ্য।

অভিনীত নাটকের সংখ্যা প্রায় ৩০টির মতো। এর মধ্যে 'পদ্মা পাড়ের কথকতা', 'মেরাজ ফকিরের মা', 'এখানে নোঙর', 'বুড়ো শালিখের ঘাড়ে রোঁ', 'জমিদার দর্পণ', 'শ্যামা প্রেম', 'রক্ত করবী','স্বদেশী', 'লোকনায়ক', 'দমের মাদার'। নিজ দলের বাইরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটকে অভিনয়ের মধ্যে, 'গাজী কালু চম্পবতী', 'ক্ষেতমজুর খৈমুদ্দিন', 'টার্গেট প্লাটুন', যাত্রাপালা 'ঈশা খাঁ', 'রক্তাক্ত প্রান্তর', 'গঙ্গা থেকে বুড়ি গঙ্গা', 'সিরাজউদ্দৌলা', 'আনার কলি', 'বর্গি এলো দেশে' প্রভৃতি।

এ পর্যন্ত প্রায় ৪০টি মঞ্চ নাটকের আবহ সঙ্গীত করেছি। সরাসরি ১২টির মতো নাটকের সঙ্গীত পরিকল্পনা ও নির্দেশনার কাজ করেছি। এর মধ্যে 'লোক নায়ক', 'গাজী কালু চম্পাবতী', 'মানুষ এবং', 'দমের মাদার', 'নক্সী কাঁথার মাঠ', 'সোজন বাদিয়ার ঘাট', 'চম্পাবতী', 'মধুমালা মদন কুমার', 'নারী নসিমন', 'রূপ সুন্দরী', 'মায়া নদী' অন্যতম। এছাড়াও শিশির রহমান বাংলাদেশ টেলিভিশনের এ গ্রেড এর নিয়মিত শিল্পি , মঞ্চ নাটকের সংগীত পরিচালনা রয়েছে অসংখ্য পুরস্কার।

অনুষ্ঠানে শিল্পি শিশির রহমানের সাথে স্থানীয় শিল্পিরাও গান গেয়ে দর্শকের মনে অনন্দ দেয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status