ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি কমেছে ১০ শতাংশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 October, 2024, 2:26 PM

জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি কমেছে ১০ শতাংশ

জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি কমেছে ১০ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টে দেশের বাণিজ্য ঘাটতি ছিল দুই দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল তিন দশমিক শূন্য চার বিলিয়ন ডলার। অর্থাৎ, ২৯০ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি কমেছে এ বছর।

আমদানি খরচ কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি বৃদ্ধির কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় এবার আমদানি খরচ এক দশমিক দুই শতাংশ কমে ৯ দশমিক ৯১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে চলতি অর্থবছরের দুই মাসে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ বেড়ে সাত দশমিক ১৬ বিলিয়ন ডলার হয়েছে।

আমদানি খরচের ভারসাম্যের আরেকটি উল্লেখযোগ্য কারণ, গত দুই মাসে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় দেশের চলতি হিসাব ইতিবাচক হয়েছে।

এছাড়া গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলতি হিসাবের উদ্বৃত্ত ১১১ মিলিয়ন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬১০ মিলিয়ন ডলার।

তবে আর্থিক হিসাব নেতিবাচক রয়ে গেছে এখনও। জুলাই-আগস্টে ঘাটতি কমে দাঁড়িয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে যা ছিল এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status