ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
মুমুর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে অঙ্গীকার চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Wednesday, 9 October, 2024, 1:36 PM
সর্বশেষ আপডেট: Thursday, 10 October, 2024, 4:30 PM

মুমুর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে অঙ্গীকার চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন

মুমুর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে অঙ্গীকার চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সের কনভেনশন হলে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী।

ইয়াসিন সুমনের পরিচালনায় চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে লাইফ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ডাক্তার আবু তাহের এর সভাপতিত্বে অতিথি ছিলেন, সানিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর ও চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা সাহাব উদ্দিন মোল্লা, প্রধান আলোচক ছিলেন, হাজী মোবারক উল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার ছালেহ আহমেদ সোহেল এবং প্রধান বক্তা ছিলেন, হক শপিং মলের সত্ত্বাধিকারী ও উপদেষ্টা মোরশেদুল আমিন ফয়সাল।  

এই সময় উপজেলা নির্বাহি অফিসার আরিফুর রহমান, চৌমুহনী সাধারণ সমিতির সভাপতি হুমায়ন কবির, 

বিসমিল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর হোসেন মিলন,  বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ, খোরশেদ আলম, 

চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা টি আই সুজন ও উপদেষ্টা মন্ডলি সহ চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ভোধন করেন। 

অনুষ্ঠানে চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের বিভিন্ন সময়ের কর্মকান্ডের উপর একটি মনোমুগ্ধকর প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়। সেরা রক্ত দাতা, সেরা রক্ত গ্রহনকারী, বিভিন্ন দুর্যোগে সর্বোচ্চ সেবা প্রদানকারী ও নানা সময়ে সংগঠনের সাথে যারা স্বেচ্ছায়সেবী হিসেবে কাজ করেছেন তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এইছাড়াও উক্ত অনুষ্ঠানে পুরুষ ও মহিলাদের জন্য একটি ব্যতিক্রমী খেকার আয়োজন করা হয়। এরপর প্রধান অতিথি ও উপদেষ্টা মন্ডলীকে সম্মাননা স্বারক প্রদান সহ লটারিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

 

পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার থেকে আগত অন্যান্য সেচ্ছাসেবী সংগঠন চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা টি আই সুজন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান এবং সংগঠনের পক্ষ থেকে সেচ্ছাসেবী সংগঠনগুলোকেও ক্রেস্ট প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টি আই সুজন বলেন, খুব অল্প সময়ের মধ্যে এই ব্লাড ফাউন্ডেশনের উদ্দ্যেগে দশ হাজার ব্লাড আমরা অসহায় মানুষদের দিতে সক্ষম হয়েছি। আমাদের রক্ত দেওয়া ছাড়াও রমযানে সেহরির ও ইফতার,  করোনা কালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার সেবা,  তীব্র তাপমাত্রা মানুষদের শরবত পানি, স্যালাইন, পরিবেশ রক্ষার্তে গাছের চারা বিতরণ, শীতকালে কম্বল বিতরণ, বিভিন্ন রাষ্ট্রীয় কাজে সহযোগিতা, উৎসবে আনন্দে, ভয়াবহ বন্যা সহ চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন সবার সহযোগিতায় পাশে ছিলো।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status