ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
সুখস্মৃতির সেই দিল্লি, বাংলাদেশ হাসবে তো?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 October, 2024, 10:39 AM

সুখস্মৃতির সেই দিল্লি, বাংলাদেশ হাসবে তো?

সুখস্মৃতির সেই দিল্লি, বাংলাদেশ হাসবে তো?

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দিল্লিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশের জন্য ম্যাচটি সিরিজে হার এড়ানোর। বাংলাদেশ পারবে তো?

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি বলতে এই দিল্লি। যেখানে ২০১৯ সালে ভারতকে ৭ উইকেটের ব্যবধানে এই মাঠেই হারিয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে বাংলাদেশ দলের অনুপ্রেরণা বলতে এখন এতটুকুই।

তাছাড়া ভারতের বিপক্ষে এই ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যানটা কেবলই হতাশার। এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে মোটে এক জয় বাংলাদেশের। সবশেষ ম্যাচেও ভারতের বিপক্ষে পাত্তা পায়নি নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশকে ১২৭ রানে অলআউট করে ভারত জয় তুলেছে ৭ উইকেটে, তাও ৪৯ বল হাতে রেখে।

এমন হারের পর ঘুরে দাঁড়ানো কঠিন। তবে বাংলাদেশকে প্রেরণা যোগাচ্ছে দিল্লির এই মাঠ। কেননা, ভারতের বিপক্ষে পাওয়া একমাত্র জয়ের সেই ম্যাচটিও যে এখানেই হয়েছিল। এখন সেই প্রেরণা নিয়ে দিল্লিতে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ সেটাই এখন দেখার।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status