ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে যুবদলের নেতৃবৃন্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 October, 2024, 4:35 PM

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে যুবদলের নেতৃবৃন্দ

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে যুবদলের নেতৃবৃন্দ

সম্প্রীতির বাংলাদেশ গড়তে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব কামরুজ্জামান রতনের নির্দেশে গজারিয়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

দুর্গা উৎসব বাঙ্গালির উৎসব। এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সার্বজনীন হোসেন্দী বাজার পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
মন্দির পরিদর্শনে গিয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোজাম্মেল হক মুন্নাসহ স্থানীয় নেতারা, মণ্ডপের পূজারী, পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। 
পূজামন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদল আহ্বায়ক জিএস অহিদুজ্জামান, সিনিয়র যুগ্ন আহব্বায়ক উপজেলা যুবদল কে এম জালাল রিমু, সিনিয়র যুগ্ন আহব্বায়ক উপজেলা যুবদল মাসুম আহম্মেদ, নিজামউদ্দিন আহম্মেদ, তৌকির আহম্মেদ সাজ্জাদ ও উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজামন্ডব পরিদর্শন করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোজাম্মেল হক মুন্না বলেন, ধর্ম যার যার উৎসব সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসব সুন্দর ভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি ও থাকব। তিনি আরো বলেন শারদীয় দূর্গা উৎসব এর জন্য উপজেলার আটটি ইউনিয়নের যে কয়টি পূজা মন্ডপ আছে প্রতিটি প্রজা মণ্ডপে যাতে নির্বিঘ্নে পূজা উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে আমাদের নেতা কর্মীদের সমন্বয়ে একটি করে কমিটি গঠন করে দিয়েছি। ৫ দিন ব্যাপি এ-ই দুর্গা উৎসব আমাদের নেতৃবৃন্দ আপনাদের সার্বিকভাবে সহযোগীতা করবে। যাতে আপনাদের দুর্গা উৎসব কোন সমস্যা না হয়।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status