ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
বৃষ্টি উপেক্ষা করে রায়গঞ্জে সীরাত সন্ধ্যা উদযাপিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 October, 2024, 6:09 PM

বৃষ্টি উপেক্ষা করে রায়গঞ্জে সীরাত সন্ধ্যা উদযাপিত

বৃষ্টি উপেক্ষা করে রায়গঞ্জে সীরাত সন্ধ্যা উদযাপিত

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সীরাত সন্ধ্য এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (দিবাগত রাত্রীতে)  উপজেলার ধানগড়ায় উজ্জীবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ (রায়গঞ্জ) কর্তৃক রাসূল (সা:) এর জীবনী শীর্ষক সিরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: মো: কামরুল ইসলামের সভাপতিত্বে ও 'The Alpha Academy' এর প্রতিষ্ঠাতা মো: আসাদুল্লাহ খান (সজল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খাঁন, প্রধান আলোচক হাফেজ মাওলানা মুফতি আলী আজগর।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, শামসুন্নাহার ডিজিটাল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠা-পরিচালক মানবিক ডা: মাহমুদুল হক মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, সাবেক পৌরসভা মেয়র মো: মোশারফ হোসেন আকন্দ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ আগমন করেছে এবং আগমন করবে সবার চাইতে রাসূল (সা:) এর জীবন ছিল আমাদের জন্য উত্তম আদর্শ। মানুষের জীবনে এমন কোনো দিক নেই, যার দিকনির্দেশনা আমাদের নবীজির জীবন থেকে পাওয়া যাবে না। এছাড়া তিনি ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদের প্রতি সমবেদনা ও ইসরাইলের সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে কুঠিন হুশিয়ারি দেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসাবে  ইসলামী সংগীত পরিবেশন করেন জেলা ও উপজেলা খ্যাতনামা শিল্পিগোষ্ঠী- সমিরন, অভিযান, সুর কাফেলা ও উজ্জীবন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status