ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
গণহত্যাকারী ফ্যাসিবাদ খুনি চক্রের বিচার দেশের মাটিতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু
মাহমুদুল হাসান, ভূঞাপুর
প্রকাশ: Sunday, 6 October, 2024, 4:29 PM

গণহত্যাকারী ফ্যাসিবাদ খুনি চক্রের বিচার দেশের মাটিতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

গণহত্যাকারী ফ্যাসিবাদ খুনি চক্রের বিচার দেশের মাটিতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা এদেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত। যে অন্যায় করবে তার বিচার হবে। গণহত্যা যারা চালিয়েছে, যে ফ্যাসিবাদ, যে খুনি চক্র তাদের প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। যাতে করে ভবিষ্যতে কোন স্বৈরাচার ফ্যাসিবাদের আবির্ভাব এ দেশের মাটিতে না ঘটে। তিনি আজ সকালে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

টুকু বলেন, আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র লালন করে। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করেবাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছিলেন সৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে। সেই গণতন্ত্র হরণ করেছিলো ফ্যাসিবাদরা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে।

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। একটি সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ আমরা চাই। সকলের জন্য সমান অধিকারপূর্ণ  বাংলাদেশ চাই। বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই। যাতে কোন বৈষম্য থাকবে না। কারো মধ্যে কোন প্রতিহিংসা থাকবে না! সুন্দরভাবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। সেজন্য সকলকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে। 

পরিশেষ তিনি বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তি দাবি করেন। 

মতবিনিময় সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি' সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন,  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ। 


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status