ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
ভূঞাপুরে আ’ লীগের ৪ কাউন্সিলরকে গণধোলাই
আব্দুর রশিদ শেখ, ভূঞাপুর
প্রকাশ: Tuesday, 24 September, 2024, 6:27 PM

ভূঞাপুরে আ’ লীগের ৪ কাউন্সিলরকে গণধোলাই

ভূঞাপুরে আ’ লীগের ৪ কাউন্সিলরকে গণধোলাই

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার আওয়ামী লীগের ৪ কাউন্সিলকে গণধোলাই দিয়েছে জনতা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ভবন গেটের সামনে এ ঘটনা ঘটে। দলীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের কারনে সাধারণ মানুষ তাদের উপর ক্ষিপ্ত ছিল।

গণধোলাইয়ের শিকার আহতরা হলেন- পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তার হোসেন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আল-আমিন ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জু। এদের মধ্যে কাউন্সিলর আল-আমিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হন। 

আহত কাউন্সিলর আল-আমিন বলেন- ‘পৌরসভার ইঞ্জিনিয়ারের সাথে অফিসিয়ালি কাজের ব্যাপারে আমরা বেশ কয়েকজন কাউন্সিলর আলোচনা করছিলাম। আলোচনা শেষ করে পৌর চত্বরে আসলে হঠাৎ কয়েকজন লোক আমাদের উপর হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অন্যরা ভয়ে দৌঁড়ে চলে যান। বিষয়টি ভারপ্রাপ্ত ইউএনওকে জানানো হয়েছে’।

এ ঘটনায় ভূঞাপুর পৌরসভার প্রকৌশলী সুকমল রায় জানান, কাউন্সিলররা অফিসিয়াল কাজে পৌরসভায় আসছিলেন। পরে আলোচনা শেষে তারা চলে যাওয়ার পর পৌরসভার বাইরে ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম রেজাউল করিম বলেন- ‘এ ঘটনায় কেউ অবগত করেনি। অভিযোগ পেলে তদন্তসাপে¶ আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পৌরসভা প্রশাসক ফাহিমা বিনতে আখতার বলেন- ‘হামলার বিষয়টি আহত কাউন্সিলররা আমাকে জানিয়েছেন। তাদেরকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে’। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status