ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
সাবেক এমপি হাবিবের বেয়াই বাড়িতে বিপুল টাকাসহ যা যা পাওয়া গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 September, 2024, 8:00 PM

সাবেক এমপি হাবিবের বেয়াই বাড়িতে বিপুল টাকাসহ যা যা পাওয়া গেল

সাবেক এমপি হাবিবের বেয়াই বাড়িতে বিপুল টাকাসহ যা যা পাওয়া গেল

ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ছেলে আবির হাসান ওরফে তানিমের শ্বশুরবাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লাখ টাকাসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার দিনগত রাতে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নাম্বার রোডের ৭ নাম্বার বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় বাড়িটির নিচতলার গ্যারেজ এবং গোপন কক্ষ থেকে পুলিশের একাধিক বুলেটপ্রুভ জ্যাকেট, নগদ ১ কোটি ১৬ লাখ টাকা এবং ইউএস ডলার, দিরহাম, বাথ, রিয়াল, সিঙ্গাপুর ও  কানাডিয়ান ডলারসহ বিপুল পরিমাণ বৈদাশিক মুদ্রা উদ্ধার করা হয়।

ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান ওরফে তানিম

ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান ওরফে তানিম


তানিমের শ্বশুরবাড়ি থেকে উদ্ধারকৃত নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেট। ছবি- যুগান্তর 

এ সময় শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও  সাইফুল ইসলাম তিনজনকে গ্রেফতার হয়েছে।  

সোমবার বিকালে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান। 
অভিযানে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত বিলাসবহুল দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি হাফিজুর রহমান বলেন, উদ্ধারকৃত বুলেটপ্রুভ জ্যাকেট পলাতক সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান তামিমসহ গ্রেফতারকৃতরা ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে বিভিন্ন সময় ব্যবহার করেছিলেন। 

তিনি বলেন, যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি হাবিব হাসানের ছেলে আবির হাসান তানিমের শ্বশুরবাড়ি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, সাবেক এমপি হাবিব ও তার ছেলে ছাত্রলীগ নেতা আবির হাসান তানিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও গুলিবর্ষণের একাধিক মামলার আসামি। তারা দুজনেই বর্তমানে পলাতক। ছাত্র আন্দোলন চলাকালে উত্তরার বিভিন্ন স্থানে হাবিব ও তার ভাই আলাউদ্দিন আল সোহেলের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় অস্ত্রধারীরা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status