ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
অবশেষে পদত্যাগের ঘোষণা আম আদমি পার্টির কেজরিওয়ালের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 September, 2024, 8:42 PM

অবশেষে পদত্যাগের ঘোষণা আম আদমি পার্টির কেজরিওয়ালের

অবশেষে পদত্যাগের ঘোষণা আম আদমি পার্টির কেজরিওয়ালের

আম আদমি পার্টির শীর্ষপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে কারামুক্তির মাত্র দু'দিন পর এবার নিজের দল আম আদমি পার্টির শীর্ষপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে আগামী দু'দিনের মধ্যে পদত্যাগ করবেন বলে চূড়ান্তভাবে জানিয়েছেন। খবর এনডিটিভির। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল এমন ঘোষণা দেন। তবে তার এমন ঘোষণায় অনেকেই আশ্চর্য হয়েছেন। 

ছয় মাস কারাবন্দি থাকার পর শুক্রবার জামিনে মুক্তি পান কেজরিওয়াল। রোববার নয়াদিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দেন।

তিনি বলেন ‘আমি দু’দিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ তাদের রায় না দেয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।’ দিল্লিতে কয়েক মাস পর নির্বাচন উল্লেখ তিনি আরও বলেন, ‘আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। এখন আমি প্রতিটি বাড়িতে এবং রাস্তায় যাব। আমি জনগণের আদালত থেকে ন্যায়বিচার পেলেই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।’
 
দিল্লির আসন্ন বিধানসভার নির্বাচনে ভোট চেয়ে আম আদমি পার্টির প্রধান বলেন, ‘দিল্লির মানুষের কাছে আমার প্রশ্ন, কেজরিওয়াল কি নির্দোষ নাকি দোষী? আমি যদি কাজ করে থাকি, তাহলে আমাকে আবার ভোট দিন।’
 
ভাষণে আগামী নভেম্বরে দিল্লির বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছেন কেজরিওয়াল। গণতন্ত্র বাঁচাতে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে জানান।
 
আম আদমি পার্টির (এএপি) এক নেতা বলেছেন, দলের একজন সদস্য পদত্যাগের পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তিনি জনগণের মাঝে গিয়ে তাদের সমর্থন চাইবেন। গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল অর্থ গোয়েন্দা সংস্থা ইডি। পরে সিবিআইও তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। ফলে তিনিই হন দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status