ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি
আলাওল করিম ফয়সাল,নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: Sunday, 18 August, 2024, 6:21 PM

শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি

শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

শনিবার ( ১৭আগস্ট) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে ।
উক্ত কর্মসূচি পালনের স্থান হিসেবে বিশ্ববিদ্যালয়ের  নজরুল ভাস্কর্য প্রাঙ্গণ নির্ধারণ করা হয় ।

এছাড়া সন্ধ্যা ৭ টার আগেই নজরুল ভাস্কর্য প্রাঙ্গণে উপস্থিত হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ  শিক্ষার্থীরা । এরপর শিক্ষার্থীরা আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায় । 

সন্ধ্যা ৭:৩০ এ শিক্ষার্থীরা একটা মৌন মিছিল বের করে । এরপর মিছিলটি  বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট প্রদক্ষিণ করে পুনরায় নজরুল ভাস্কর্যে উপস্থিত হয়ে মোমবাতি হতে নিয়ে এক মিনিটের নিরবতা পালন করা হয় । এরপরই নিহতদের স্মরণে আয়োজনে অংশগ্রহনকারী শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন সঙ্গীত পরিবেশন করতে দেখা যায় ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমার বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই হবে না । এই স্বাধীনতা বহু শহীদের রক্তের বিনিময়ে । এছাড়া রাষ্ট্রের প্রতি সকলের দায়িত্ব স্বরূপ সকলকে রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা ।
তারা আরো বলেন , বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকল প্রকার ছাত্র রাজনীতি মুক্ত । অতএব উস্কানি দানকারী এবং লেজুড়বৃত্তি অপসারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ একতাবদ্ধ ।

এছাড়া পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ এর ইন্টার্ন ডাক্তার মৌমিতা ধর্ষণ ও হত্যার তীব্র নিন্দা জানান উপস্থিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ডক্টর মৌমিতা কে ধর্ষণ ও হত্যার প্রতি আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র ঘৃণা পোষণ করছি , এবং সাথে সাথে এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে  বিচারের আওতায়  আনার দাবি জানাচ্ছি ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status