ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
|
এখন পর্যন্ত যেসব হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, মহসীন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, শামসুননাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সুফিয়া কামাল হল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মাঝে বেশ কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ। গতকাল (মঙ্গলবার) রাতে সারাদেশে শিক্ষার্থীদের মৃত্যু ও ক্যাম্পাসে মহানগর দক্ষিণ ছাত্রলীগের হামলার ঘটনায় জেরে ঢাবির হলগুলোতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্রলীগের নেতারা। তখন ছাত্র সংগঠনটির বহু নেতাকে হল থেকে বের করে দেওয়া হয়। বিশেষ করে রোকেয়া হলে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি হলটির ছাত্রলীগের প্রেসিডেন্ট আতিকা বিনতে হোসাইনকে মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়। এরপর রোকেয়া হল প্রশাসন হলটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেয়। প্যাডে হল প্রভোস্টের স্বাক্ষর সমন্বিত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে মধ্যরাত থেকে অন্যান্য হলেও একই ঘোষণা দেওয়া শুরু হয়। প্রাধ্যক্ষের কাছ থেকে 'হল রাজনীতিমুক্ত'—নামে হলের প্যাডে লিখিত মুচলেকা নিয়েছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত যেসব হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, মহসীন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, শামসুননাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সুফিয়া কামাল হল।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |