ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আপত্তি নেই হোয়াইট হাউসের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 May, 2024, 10:38 AM

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আপত্তি নেই হোয়াইট হাউসের

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আপত্তি নেই হোয়াইট হাউসের

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি নেই। তবে সেদেশের আইন মন্ত্রণালয়ের প্রক্রিয়া মেনেই এটি করা হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গতকাল মঙ্গলবার এই মার্কিন প্রতিনিধির সঙ্গে নৈশভোজ শেষে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

দুদিনের সফরে এদিন সকালে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। প্রথম দিনই ব্যস্ত সময় পার করেন তিনি। বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন লু। পরে রাতে সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেন তিনি। এতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা।

সালমান এফ রহমান জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু, বিদ্যুৎসহ কয়েকটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় দেশটি।

সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচনের আগে আমেরিকার সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে তাঁরাও কোনো কথা তোলেননি, আমরাও তুলিনি। আমরা চাচ্ছি, আমাদের সঙ্গে ওনাদের সম্পর্কটা যেন আরও ভালো হয়। তাঁরাও সম্পর্ক পুনর্গঠনে জোর দিয়েছেন।’

ভিডিও দেখুন:

ভিসানীতিসহ নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন কথা হয়নি জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘ভিসানীতি নিয়ে তাঁরাও কথা বলেনি, আমরাও কথা বলিনি। লু জানিয়েছেন, স্টেট বিভাগ থেকে বলা হয়েছে র‍্যাবের উন্নতি হয়েছে। স্যাংশন তুলে নেওয়া উচিত। হোয়াইট হাউস থেকেও বলা হয়েছে। আইন মন্ত্রণালয় নিয়ম মেনে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলেও আশা প্রকাশ করেন লু।’

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় আমেরিকা: সালমান এফ রহমানবাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় আমেরিকা: সালমান এফ রহমান

এছাড়া, গাজায় ইসরায়েলিদের গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বেগ মার্কিন এই প্রতিনিধির কাছে তুলে ধরা হয় বলেও জানান সালমান এফ রহমান।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status