‘ম্যাট্রিক্স ফাইভ’ শুরু, কিয়ানু রিভস কি থাকছেন?
নতুন সময় ডেস্ক
|
ওয়ার্নার ব্রাদার্স এক বিবৃতিতে জানিয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ‘ম্যাট্রিক্স ফাইভ’-এর কাজ শুরু হয়ে গেছে। সিনেমাটি নির্মাণ করবেন ওয়ার্ল্ড ওয়ার জি-এর ড্রু গডার্ড। বুধবার ওয়ার্নার ব্রাদার্সের এই ঘোষণায় ভক্তদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙ্গা। যেহেতু ‘ম্যাট্রিক্স’-এর ক্রিয়েটর লানা ও লিলি ওয়াচোস্কির পরিচালনায় না এসে নতুন পরিচালকের নির্মাণে আসছে ছবিটি, তাই এটিকে পঞ্চম কিস্তি না বলে নতুন নির্মাতার ফ্র্যাঞ্চাইজির প্রথম ফিল্মই বলা চলে। বিবৃতিতে ওয়ার্নার ব্রাদার্স মোশন পিকচার্স জানিয়েছে, ‘ওয়ার্নার ব্রাদার্সে এসেছে ড্রু, নতুন এক আইডিয়া নিয়ে। আমরা মনে করি ম্যাট্রিক্স ওয়ার্ল্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার দারুণ উপায় হবে এটি। লানা এবং লিলির ২৫ বছর আগে যেটি শুরু করেছিল সেটার প্রতি সম্মান রেখে, সিরিজ এবং চরিত্রগুলোর প্রতি ভালোবাসা সহ ভিন্নধর্মী কাহিনী নিয়ে আসবে এটি।’ জানানো হয়েছে, লানা এবং লিলি নির্মাণে না থাকলেও নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন লানা। ‘ম্যাট্রিক্স ফাইভ’-এ কিয়ানু রিভস থাকবেন নাকি মূল চরিত্রে অন্য কাউকে নেয়া হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। সিনেমার গল্প কী নিয়ে হবে, সেই ব্যাপারেও মুখ খোলা হয়নি।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |