ঢাবি অধ্যাপক জিয়া রহমান মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনলোজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান আর নেই। শনিবার ২৩ মার্চ, ভোর আনুমানিক ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফী। অধ্যাপক শাফী বলেন, রাত সাড়ে ৩টার দিকে অধ্যাপক জিয়া আমাকে কল দিয়ে জানান তার খারাপ লাগছে। আমি তার বাসার নিচে যাওয়ার আগে তিনি লিফট দিয়ে নিচে নামেন। আমরা তাকে ৩টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। এদিকে জিয়া রহমানের মৃত্যুর খবরে হাসপাতালে ভিড় করেন ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্য এ এস এম মাকসুদ কামালও হাসপাতালে ছুটে যান। পরে তিনি সাংবাদিকদের জানান, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। জিয়া রহমান প্রায় তিন দশকের শিক্ষক জীবনে দীর্ঘ সময় ধরে অপরাধ বিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সমিতি ও বিভিন্ন প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করেন। আওয়ামীপন্থী শিক্ষক নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। ২০২২ সালে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পান।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |