জাতীয় দল নির্বাচনে কঠোর হওয়ার ইঙ্গিত
নতুন সময় প্রতিবেদক
|
জাতীয় দলের নির্বাচক প্যানেলে নতুন যুক্ত হয়েছেন হান্নান সরকার ও গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবির নতুন নির্বাচক প্যানেল জাতীয় দল নির্বাচনে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে। সিনিয়রদেরও দিয়েছেন কড়া বার্তা। রাতারাতি সব পাল্টে দিতে না পারলেও কাজ করতে চান স্বাধীনভাবে। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘স্বাধীনভাবে না হলে কাজ করে কোনো আনন্দ নেই। রাস্তা সব সময় খোলা আছে। আসার রাস্তা খোলা, যাওয়ার রাস্তাও খোলা।’ লিপু বিশ্বাস করেন, ‘স্বাধীনতা থাকবে। এই ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে।’ এবার জাতীয় দলে ফেরার আর বাদ পড়া দুই প্রক্রিয়াই কঠিন করতে চায় নির্বাচক প্যানেল। ক্রিকেটারদের সঠিক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দেখভালের পাশাপাশি কঠিন বার্তা দিলেন সিনিয়রদেরও। বিসিবির নির্বাচক হান্নান সরকার বলেছেন, ‘আমি মনে করি, একজন খেলোয়াড়ের জাতীয় দলে ঢোকার বিষয়টি যতটা কঠিন হওয়া উচিত এবং বাদ পড়ার বিষয়টিও ততটা কঠিন হওয়া উচিত। সহজে জাতীয় দলে ঢোকার রাস্তা থাকা উচিত না। বোলিংয়ের জায়গায় এমন হতে পারে কিন্তু ব্যাটিংয়ের জায়গায় কোনো ছাড় নেই। ব্যাটিংয়ের জন্য অভিজ্ঞতা খুব জরুরি। আমি বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করব। জাতীয় দলে অনেক যাচাই-বাছাই, পরীক্ষা দিয়ে ঢোকা উচিত। একটা সিরিজ, একটা টুর্নামেন্ট, একটা বিপিএল দিয়ে বিচার করার আগে আমাদের চিন্তাভাবনা করতে হবে। এখন এখানে পরিবর্তনের সময় এসেছে, আমরা আমাদের পাইপলাইনগুলো কীভাবে প্রস্তুত রাখছি, সেটি দেখার বিষয়।’ |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |