ভোট দিতে পারবেন না ববি
নতুন সময় ডেস্ক
|
ঢালিউডের গ্লামার কুইন ইয়ামিন হক ববি। ক্যারিয়ারের শুরু থেকেই যাচাই বাছাই করে চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। অ্যাকশন কিংবা রোমান্স সবখানেই সমানভাবে দেখা গেছে ববিকে। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে তারকাদের মাঝেও বাড়তি উন্মাদনা দেখা যায়। ভোট কেন্দ্রিত উচ্ছ্বাস রয়েছে ববিও। কিন্তু আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন না এই সেনসেশনাল নায়িকা। কারণ হিসেবে নায়িকা জানালেন, আসছে ৩ জানুয়ারি এক মাসের জন্য অস্ট্রেলিয়া যাবেন তিনি। সেখানে তার মা ও বোন থাকেন। বিমানের টিকিট দুই মাস আগেই কনফার্ম করেছিলেন। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না ববি। তিনি বলেন, ‘আসলে ভোট দেওয়া নাগরিক অধিকার। এটি কোনোভাবেই মিস করা উচিত নয়। তবে কিছু করার নেই। দুই মাস আগে টিকিট কেটেছিলাম। তখন নির্বাচনি তফসিলও ঘোষণা করা হয়নি। বিষয়টি আগে জানলে এক সপ্তাহ পিছিয়ে টিকিট নিতে পারতাম।’ এদিকে আওয়ামী লীগের পক্ষে ঢাকা-১০ আসন নায়ক ফেরদৌস আহমেদ মনোনয়ন পাওয়ায় খুশি ববি। তিনি বলেন, ‘ঢালিউডের সবচেয়ে ভদ্র মানুষটি ফেরদৌস ভাই। তার মতো ব্যক্তিত্ববান কাউকেই সংসদ সদস্য হওয়া উচিত। ফেরদৌস ভাইকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ এছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির মাহিয়া মাহি, এস ডি রুবেল, শাকিল খান ও সিমলা মনোনয়ন পেলেও খুশি হতেন জানান ববি। জানা গেছে, আগামী ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে দেশে ফিরবেন ববি। ফেরার পর পরই ‘ইনসান’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |