ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 October, 2023, 8:02 PM

মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা শ্লোগানে উজ্জীবিত হয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলা সমাবেশ ২০২৩ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বিএএম। 

সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার ও ভিডিপি সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সরকার নানা পদক্ষেপে এ বাহিনীকে সুসজ্জিত করেছেন। শুধু পোশাক পরির্তন নয় অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। 

জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), সিভিল সার্জন মাগুরা শামীম কাবির, আনসার ও ভিডিপির সাবেক পরিচালক সরজিত কুমার বিশ্বাস, উপ-পরিচালক এন এস আই, এস কে সাইলক হোসেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট, মাগুরা চন্দন দেবনাথ, বিভিএম। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সানিউল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়ালিদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

সমাবেশ শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল, ছাতা, হটপট, টর্চলাইটসহ বিভিন্ন ধরনের পুরুস্কার বিতরণ করা হয়। 

সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমান্ড্যান্ট, মাগুরা চন্দন দেবনাথ বিভিএম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ আনিছুর রহমান।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status