ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
দুদকের মামলায় বিমানবালা শোভাকে তিন বছরের কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 October, 2023, 7:23 PM

দুদকের মামলায় বিমানবালা শোভাকে তিন বছরের কারাদণ্ড

দুদকের মামলায় বিমানবালা শোভাকে তিন বছরের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অবসরপ্রাপ্ত বিমানবালা নাজমীন সিদ্দিক শোভাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার বিভাগ স্পেশাল জজ এস.এম জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, আসামি নাজমীন সিদ্দিক শোভা ১৯৮৮ সালে বাংলাদেশ বিমানে চাকরিতে যোগদান করেন এবং  ২০০৭ সালে জুনিয়র পার্সার (বিমানবালা) হিসেবে অবসরে যান।

মামলার সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ২০১৬ সালের ২২ নভেম্বর আসামি শোভার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় বাদী আসামির বিরুদ্ধে ৫৭ লাখ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনেন। এ সম্পদ অর্জনপূর্বক আসামি তা নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

২০১৫ সালের তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। এতে দেখা যায়, নাজমীন সিদ্দিক শোভার নামে ৫৭ লাখ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

তদন্ত শেষে ২০১৯ সালের ২৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন এ মামলার তদন্ত কর্মকর্তা। ২০২০ সালের ১১ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status