এটা বাচ্চাদের মতো আচরণ, তামিম প্রসঙ্গে মুখ খুললেন সাকিব
নতুন সময় ডেস্ক
|
বিশ্বকাপের দলে নেওয়া হয়নি তামিম ইকবালকে। কারণ হিসেবে তার ইনজুরির কথা বলেছেন নির্বাচকরা। তবে আজ বিকেলে নির্বাচকদের দাবি সঠিক নয় বলে দাবি করেছেন তামিম। একই সঙ্গে তাকে প্রথম ম্যাচে না খেলা ও খেললে মিডল অর্ডারে ব্যাটিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান এই ওপেনার। এটা নিয়েও তার কণ্ঠে অসন্তুষ্টিও শোনা যায়। তামিমের এই আচরণ বর্তমান অধিনায়ক সাকিবের কাছে বাচ্চাদের আচরণের মতো মনে হয়েছে। দেশের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, তামিমকে দেওয়া প্রস্তাবের বিষয়ে তিনি জানতেন না। তবে প্রস্তাব দেওয়াতেও কোনো ভুল দেখেন না তিনি। বরং তামিম এতে ক্ষুব্ধ হওয়ায় দলের প্রতি তার নিবেদন নিয়েই প্রশ্ন তুলেছেন সাকিব। তিনি বলেন, ‘রোহিত শর্মার মতো প্লেয়ার ৭ নম্বর থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলেছে। তো ও (তামিম) যদি দলের প্রয়োজনে মাঝে মাঝে ৩-৪ এ খেলে বা ব্যাটিংয়ে নামে তাহলে কি খুব প্রবলেম হয়? এটা একদম বাচ্চাদের মতো (আচরণ) হয়েছে। যে আমার ব্যাট আমি খেলবো।' ব্যক্তিগত অর্জন নয় দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলার ইচ্ছা রাখা উচিত বলেও জানান সাকিব। একই সঙ্গে একজন খেলোয়াড় দলের প্রয়োজন অনুযায়ী খেললেই দলের হয়ে খেলতে পারবেন বলেও মনে করেন তিনি। সাকিব বলেন, ‘পার্সোনাল অর্জন দিয়ে আমি কী করবো। আপনি জিনিসটা দেখলেন যে প্রস্তাবটা দেওয়া হইছে। কেন প্রস্তাব দেওয়া হয়েছে, দলের ভালো হবে বলেই তো। এটাতে খারাপ কী হবে। টিমের প্রয়োজনে যে কেউ যেকোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত। টিম ফার্স্ট। আপনি যখন বলবেন পারবেন ঠিক আছে আমি পারবো খেলতে। আপনি তখন দলের হয়ে খেলতে পারবেন।’
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |