এই প্রথম বাজারে এলো ২৪ জিবি র্যামের স্মার্টফোন। ফোনটি বাজারে এনেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইকিউও। ফোনটির মডেল আইকিউও ১১ ৫জি।
এটি একটি দুর্দান্ত প্রসেসরে গেমিং ফোন। ফোনটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। যা কোয়ালকমের লেটেস্ট চিপসেট। সঙ্গে রয়েছে ভিভো ভি২ ইমেজিং চিপ।
অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সঙ্গেই থাকছে ৪কে নাইট রেকর্ডিং সাপোর্ট। ২৪ জিবি র্যাম ছাড়াও ১৬ ও ৮ জিবি র্যাম ভার্সনেও ডিভাইসটি কেনা যাবে। ৫জি কানেক্টিভিটির এই হ্যান্ডসেট চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হচ্ছে। যা চার্জ দেওয়ার জন্য ১২০ ওয়াটের চার্জার থাকছে। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে মাত্র ৮ মিনিটে ফোনটি ৫০ শতাংশ চার্জ হবে।