ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Tecno Phantom X2। লঞ্চের পরেই এই ফোন ঘিরে শুরু হয়েছিল উন্মাদনা। DSLR-এর মতোই এই ফোনের ক্যামেরাতেও ফোকাল লেন্থ বদল করা যাবে। নতুন বছরের প্রথম সপ্তাহেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেল। ৯ জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে। ভারতে শুধুমাত্র Amazon থেকেই কেনা যাবে এই ফোন।
নতুন এই 5G ফোনের ক্যামেরায় রয়েছে রিট্রেসেবল পোট্রেট ক্যামেরা। যুগান্তকারী ক্যামেরার এই ফোনে রয়েছে MediaTek Dimensity 9000 চিপসেট। সঙ্গে পাবেন 8 GB RAM। 120 Hz রিফ্রেশ রেটের কার্ভড AMOLED ডিসপ্লে দিয়েছে Tecno। রয়েছে 64 MP প্রাইমারি ক্যামেরা। 64 MP ক্যামেরা থাকছে এই ফোনে।
২ জানুয়ারি দুপুর ১২ টা থেকে শুরু হয়েছে Tecno Phantom X2 প্রি-অর্ডার। এই স্মার্টফোনের দা, 39,999 টাকা। ভারতে শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে এই ফোন। আপাতত প্রি-অর্ডার শুরু হলেও 9 জানুয়ারি এই ফোন বিক্রি শুরু করবে ই-কমার্স সংস্থাটি। Amazon থেকেই প্রি-বুকিং শুরু হয়েছে। Amazon Prime গ্রাহকরা এই ফোন প্রি-অর্ডার করলে Phantom X3 সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন বলে জানিয়েছে Tecno। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Tecno Phantom X2 অর্ডার করলে 13,300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। স্টারডাস্ট গ্রে ও মুনলাইট সিলভার কালারে পাওয়া যাবে এই ফোন।
Tecno Phantom X2-তে রয়েছে 6.8 ইঞ্চি ডবল কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে FHD+ রেজোলিউশনের সঙ্গে পাবেন 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের উপরে রয়েছে Gorilla Glass Victus – এর সুরক্ষা। ডিসপ্লের নীচেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।