ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
Happy New Year 2023 Wishes: প্রিয়জনদের পাঠান নতুন বছরের শুভেচ্ছা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 January, 2023, 12:31 AM
সর্বশেষ আপডেট: Sunday, 1 January, 2023, 12:53 PM

Happy New Year 2023 Wishes: প্রিয়জনদের পাঠান নতুন বছরের শুভেচ্ছা

Happy New Year 2023 Wishes: প্রিয়জনদের পাঠান নতুন বছরের শুভেচ্ছা

চিরতরে বিদায় নিল ২০২২ সাল। সেই সঙ্গে অনেক খারাপ স্মৃতি ও অভিজ্ঞতা পিছনে ফেলে আসার পালা। নতুন শুভেচ্ছাবার্তা দিয়ে শুরু হোক নতুন বছরের পথচলা।

1. নতুন বছর ২০২৩ সাল তোমার জীবনে এনে দিক একরাশ সাফল্য। বছর শুরুর মুহূর্তে এটাই প্রার্থনা করি।

2. আগামী বছর পরিপূর্ণ হয়ে উঠুক আনন্দ আর সুখে। মুছে যাক সব দুঃখ ও বিষাদ, তোমার জন্য এই শুভকামনা রইল।

3. ২০২৩ সালে নতুন করে পথচলা শুরু হোক তোমার ও তোমার পরিবারের। আনন্দে ভরে উঠুক জীবনের কানায় কানায়। আমার শুভকামনা রইল বন্ধু।

4. নতুন বছর নিয়ে আসুক আশার অসীম আলো, আলোময় হয়ে উঠু জীবনের সব অন্ধকার। বছরের শুরুতে এটাই আমার কামনা।

5. ২০২৩ সালের শুরুতে তোমাকে জানাই নতুন বছরের অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। তুমি ও তোমার পরিবার সারা বছর সুখে থাকো।

6. ২০২৩ শুরু হোক একরাশ খুশির খবর নিয়ে, তোমার ও তোমার পরিবারের জন্য বছরটি সুন্দর হয়ে উঠুক। হ্যাপি নিউ ইয়ার।

7. হ্যাপি নিউ ইয়ার। পরিবারের সকলকে নিয়ে আনন্দে ও ভালোবাসায়  কাটুক আগামী বছর। এটাই আমার প্রার্থনা।

8. হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর শুরু হোক তোমার ও তোমার পরিবারের একরাশ সাফল্য দিয়ে। বছর শুরুতেই তোমায় জানাই আগামী দিনের শুভকামনা।

9. হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আমার প্রিয় মানুষটির জীবন সুন্দর হয়ে উঠুক।  সব অন্ধকার একে একে দূর হয়ে যাক, এটাই কামনা করি।

10. হ্যাপি নিউ ইয়ার বন্ধু, জীবনের সব ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে চলো তুমি। নতুন বছরের শুরুতে আমার শুভকামনা রইল তোমার জন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status