নতুন সময় ডেস্ক
|
![]() হলিউডের সুর নকল করে কোক স্টুডিও বাংলায়, অস্বীকার অর্ণবের (ভিডিও) তাহসান খানের গাওয়া ‘উত্তরের হাওয়া’ গানটির সুর নকল করা হয়েছে আমেরিকান গায়িকা ক্লাইরোর গাওয়া ‘সোফিয়া’ গান থেকে। এটি তার প্রথম অ্যালবাম ‘ইমিউনিটি’র একটি জনপ্রিয় গান, যা প্রকাশ হয় ২০১৯ সালে। ‘উত্তরের হাওয়া’ গানটির সুর-সংগীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব। তার কাছে নকলের বিষয়ে জানতে চাইলে অবলীলায় অস্বীকার করেন। তিনি জানান, এটা কাকতালীয় হতে পারে। অর্ণব বলেন, ‘হতে পারে। তবে আপনি যে গানটির কথা বলছেন, সেটি আমি কখনও শুনিনি। সুতরাং নকলের প্রশ্নই ওঠে না। আমি আমার মতো করে গানটি সুর করেছি। এটি কাকতালীয় মনে হয়।’ বিষয়টি নিয়ে অর্ণবকে আরও কয়েকটি প্রশ্ন করা হলে, তিনি আর কোনো কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি। বরং নকলের অভিযোগ করায় বিরক্ত হন। চলতি বছর ফেব্রুয়ারিতে কোক স্টুডিও বাংলার যাত্রা শুরু হয়। স্টুডিও থেকে প্রকাশিত অধিকাংশ গানের সংগীত পরিচালনা তিনিই করেছেন। |