নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় গোসল নেমে বারনই নদীতে নিখোঁজ রুপ কুমার স্থানীয় সুত্রে জানা গেছে, তাহেরপুর শ্মাশানে একই এলাকার এক মৃত ব্যক্তির দাহ শেষ করে বাসায় আসেন রুপ কুমার। শনিবার বিকেল ৬ টার দিকে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে নামে রুপ কুমার। নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিন বলেন, গোসল করতে নেমে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরী দল আসলে আবারও উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য গণ্য উপস্থিত ছিলেন। সম্প্রতি এর আগে বারনই নদীর ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া এলাকায় গোসল করতে গিয়ে এক স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার ঘঁনা ঘটেছিল। পরের দিন ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছিল। |