|
১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা
নতুন সময় ডেস্ক
|
![]() ১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তি হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারও ভালো লাগবে, আবার কারও লাগবে না—এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবকিছু আর একটু সহজ করে দেখা। নিজের কাজ করার ধরন নিয়ে এই অভিনেত্রী জানান, গত ১৫ বছর ধরে তিনি একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। রুনা বলেন, আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি। বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার বাড়লেও নিজের অবস্থানে তিনি স্থির আছেন বলে জানান। তার কথায়, ১০ বছর আগেও আমি বছরে ৪-৫টি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা। প্রসঙ্গত, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আলী জুলফিকার জাহেদী পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুল প্রমুখ। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে বানানো হয়েছে। এ ছাড়া একই পরিচালকের ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন রুনা খান। রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
