|
হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, দুঃসংবাদ দিলেন জ্যোতিষী
নতুন সময় ডেস্ক
|
![]() হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, দুঃসংবাদ দিলেন জ্যোতিষী ২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। কিন্তু ২০২০ সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যায়; এর পর থেকে হানিয়া ও আসিমের ফের এক হওয়ার গুঞ্জন জোরালো হয়। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসাথে উপস্থিতি তাদের ঘনিষ্ঠ অবস্থানে আসার বিশ্বাসটি ভক্তদের মনে জোরালো করে। সে থেকেই গুঞ্জন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতেই বসতে পারেন তারা। এদিকে হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন জগত উত্তাল, তখন এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, হানিয়ার এখন ক্যারিয়ারে মন দেওয়া উচিত। ২০২৬ সালে বিয়ে করলে তার বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরীর দাবি, তিনি হানিয়ার আগের বিচ্ছেদের কথা আগেভাগেই বলে দিয়েছিলেন। তার মতে, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে আছেন এবং এ বছরই তা বিয়েতে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে, হানিয়া আমির বা আসিম আজহার কেউই এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে ২০২৬ সাল ললিউডের এই মেগাস্টারদের জন্য বিয়ের বছর হবে না কি জ্যোতিষীদের আশঙ্কাই সত্যি হবে, তা সময়ই বলে দেবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
