|
উখিয়ার পালংখালীতে ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ, কক্সবাজার
|
![]() উখিয়ার পালংখালীতে ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এর পর সীমান্তের মিয়ানমার দিক থেকে দু’জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীদের হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে সীমান্ত ফেরিয়ে পুনরায় মিয়ানমারের দিকে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে খাকি স্কচ টেপ মোড়ানো ৩৬ কাট বায়ুরোধী প্যাকেটে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের পর ঘটনাস্থলে রাতভর চিরুনি অভিযান চালানো হলেও পলাতক আসামিদের আটক করা সম্ভব হয়নি। বিজিবি উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, বলেন, “মাদক বহনকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।” তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। অভিযান চলমান রয়েছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
