|
বাউফলে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করলেন কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু
মোঃ আল আমিন আকন
|
![]() বাউফলে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করলেন কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু লিফলেট বিতরণ কর্মসূচিতে বাউফল উপজেলা কৃষক দলের সদস্যসচিব মোহাম্মদ সোহেল আকন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। কাগুজির পোল থেকে শুরু হয়ে গোলাবাড়ি মোড় ও বাজার রোড এলাকায় লিফলেট বিতরণের পর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে। সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মিজানুর রহমান লিটু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখুন, তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। ইনশাআল্লাহ বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
