ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
কক্সবাজার-টেকনাফ সড়কে ১ লাখ ৪২ হাজার ইয়াবাসহ দুই সিএনজি জব্দ, আটক ২
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Wednesday, 26 November, 2025, 6:56 PM

কক্সবাজার-টেকনাফ সড়কে ১ লাখ ৪২ হাজার ইয়াবাসহ দুই সিএনজি জব্দ, আটক ২

কক্সবাজার-টেকনাফ সড়কে ১ লাখ ৪২ হাজার ইয়াবাসহ দুই সিএনজি জব্দ, আটক ২

কক্সবাজার-টেকনাফ সড়কে দুটি পৃথক অভিযানে ১ লাখ ৪২ হাজার পিস ইয়াবা, দুটি সিএনজি এবং দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার হিজলিয়া এলাকায় রেজু আমতলী বিওপি’র টহলদল ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি এবং রোহিঙ্গা যুবক আব্দুল্লাহ (২৪)–কে আটক করে। সে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মীর
আহমদের ছেলে।

কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, কুতুপালং এলাকা থেকে সিএনজিযোগে একটি বড় ইয়াবার চালান কক্সবাজারে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে টহল জোরদার করা হয়। বিকেল সাড়ে ৬টার দিকে সন্দেহজনক সিএনজিটিকে ধাওয়া করে আটক করা হয়। পরে সিএনজির সামনের বক্স ও সিটের নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, “বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি মাদকসহ সকল চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত দেশ গড়তে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

আটকের পর মালামালসহ আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে স্থানীয় থানায় সোপর্দ করা হয়।

কক্সবাজার-টেকনাফ সড়কে ১ লাখ ৪২ হাজার ইয়াবাসহ দুই সিএনজি জব্দ, আটক ২

কক্সবাজার-টেকনাফ সড়কে ১ লাখ ৪২ হাজার ইয়াবাসহ দুই সিএনজি জব্দ, আটক ২

অন্যদিকে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করে। আটক করা হয় সিএনজি চালক জালাল উদ্দিন (২৬)–কে।

বিজিবি জানায়, দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি করলে চালকের সিটের নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status