শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Wednesday, 26 November, 2025, 6:30 PM
শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি , প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও ডাঃ রুকাইয়া আক্তার লিমার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এসএম সোহান, প্রমুখ। এসময় উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম সম্রাট, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, শ্রীবরদী মডেল প্রেসক্লাবের সভাপতি মো: মাসুদুর রহমানসহ উপজেলার শতাধিক খামারীও উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ১৭ লাখ ডোজ টিকা, ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম এবং ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে প্রায় ৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৬ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।