ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 26 November, 2025, 6:09 PM

শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলার লাইসেন্স বাতিলের আশঙ্কায় সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন বাংলাদেশ—শ্যামনগর উপজেলা  শাখার উদ্যোগে শ্যামনগর  উপজেলা প্রেসক্লাব  চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০৮জন খুচরা সার ডিলার, ব্যবসায়ী ও সাধারণ কৃষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি মোঃ শরিফুল ইসলাম ,সাধারণ সম্পাদক আবুল কালাম,বিশিষ্ট ব্যবসায়ী জি,এম,আনিছুর রহমান আব্দুর রাজ্জাক,শুভাস কুমার মন্ডল,

বক্তারা অভিযোগ করেন, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেও, নতুন নীতিমালা কার্যকর হলে খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হওয়ার শঙ্কায় হাজারো পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে।

তারা বলেন, স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করতে খুচরা ডিলারদের ভূমিকা অপরিসীম। তাদের বাদ দিলে সার বিতরণ ব্যবস্থা বিপর্যস্ত হবে।

মানববন্ধন শেষে খুচরা ডিলারদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়— সার নীতিমালা ২০২৫ অনুযায়ী লাইসেন্স বাতিল হলে ব্যবসায়ীরা পরিবার-পরিজনসহ অসহায় হয়ে পড়বেন।

 শুধুমাত্র বি.সি.আই.সি ডিলারের মাধ্যমে সার বিতরণ হলে প্রান্তিক কৃষকরা অধিক ক্ষতিগ্রস্ত হবেন। খুচরা ডিলাররা অনেক ক্ষেত্রে কৃষকদের বাকিতে সার দিয়ে সহযোগিতা করে থাকেন—যা অন্য মাধ্যমে সম্ভব নয়।

এ অবস্থায় শ্যামনগর উপজেলায়  ১০৮ জনসহ সারা দেশের খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার জন্য জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। খুচরা ডিলাররা আরও জানান—দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status