চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে স্কপের অবরোধ কর্মসূচি
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Wednesday, 26 November, 2025, 5:59 PM
চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে স্কপের অবরোধ কর্মসূচি
চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড খ্যাত লাভজনক মূল স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার পাঁয়তারার প্রতিবাদ এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারী জোট স্কপ।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বড়পোল মোড়ে এ কর্মসূচি শুরু হয়। এ সময় ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘এক হও লড়াই কর দুনিয়ার মজদুর’ স্লোগান দেন তারা।
শ্রমিক নেতা খোরশেদ আলম বলেন, বন্দরের এনসিটি লাভজনক প্রতিষ্ঠান। কোনো রাষ্ট্র লাভজনক স্থাপনা ইজারা দেয় না। এনসিটি ইজারার উদ্যোগের তীব্র নিন্দা জানাই। আমাদের লড়াই করে প্রতিহত করতে হবে। দেশকে বিক্রি করতে দেব না। প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি।
এসময় বক্তারা বলেন, বন্দর আমাদের লাইফ লাইন। এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা। জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না। ধারাবাহিক আন্দোলন করছে স্কপ। প্রয়োজনে হরতাল দেয়া হবে। বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের স্থাপনা ইজারা দেয়ার চুক্তি করার অধিকার নেই এ সরকারের। দ্রুত নির্বাচন দেন। সরকারের কাজ নির্বাচন। বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা।