|
দীঘিনালায় নবাগত অধিনায়কের সাথে ৭ বিজিবির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালায় নবাগত অধিনায়কের সাথে ৭ বিজিবির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা সভায় প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল ইস্তিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন— পার্বত্য অঞ্চলের একটি গোষ্ঠী সবসময় অস্থিতিশীলতা সৃষ্টি করে পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। দীর্ঘ ৫৮ কিলোমিটার ভারত সীমান্ত দীর্ঘদিন অরক্ষিত থাকলেও বর্তমানে ৭ বিজিবির অধীনে ৮ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করে টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, সকলের সমষ্টিগত সহযোগিতা ছাড়া পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আইন–শৃঙ্খলা বাহিনী আর্থসামাজিক ও নিরাপত্তা উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে—সকল সম্প্রদায় যদি সহাবস্থানে থেকে সহযোগিতা করে, তবে পার্বত্যাঞ্চলে শান্তি ও সম্প্রীতির ধারা আরও সুদৃঢ় হবে। সভায় আরও উপস্থিত ছিলেন—ওবায়দুল্লাহ, সভাপতি, বাবুছড়া বাজার পরিচালনা কমিটি।আনন্দ মোহন চাকমা, প্রতিষ্ঠাতা সভাপতি, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী।যুগ লক্ষণ চাকমা, সভাপতি, খাগড়াছড়ি হেডম্যান এসোসিয়েশন।গগন বিকাশ চাকমা, চেয়ারম্যান, বাবুছড়া ইউনিয়ন পরিষদ।চন্দ্র রঞ্জন চাকমা, চেয়ারম্যান, দীঘিনালা ইউনিয়ন পরিষদ।মো. সোহেল রানা, সাবেক সভাপতি, দীঘিনালা প্রেস ক্লাব।সুপ্রিয় চাকমা, অধ্যক্ষ, বাবুছড়া কলেজ সব বক্তারা পাহাড়ে শান্তি, আইন–শৃঙ্খলা, জনকল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
