|
পাইকগাছায় দুই চোর আটক, চুরির মালামাল উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় দুই চোর আটক, চুরির মালামাল উদ্ধার ঘটনার দিন সোমবার সকালে একই ইউনিয়নের তোকিয়া গ্রামের মৃত্যু ছাত্তার গাজীর ছেলে চোর জাকির হোসেন চুরি করা ভ্যান বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহ পুর্বক তাকে আটক করে থানা পুলিশ ও স্থানীয় গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত দফাদার মোঃ লিটন গাজীকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ও দফাদার লিটন তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছায় এবং তাকে জিজ্ঞাসাবাদে শুরু করে। জিজ্ঞাসাবাদ সে চুরির কথা স্বীকার করে।এবং চুরি করে আনা একটি ভ্যান উদ্ধার হয়। এ বিষয়ে গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত দফাদার মোঃ লিটন গাজী জানান, চোর জাকিরের কাছ থেকে ভ্যান উদ্ধারের পর তার স্বীকারোক্তিতে থানা পুলিশ ও আমি এবং এলাকাসীর সহযোগিতায় আটক চোর জাকিরকে সাথে নিয়ে একই ইউনিয়নের বাসিন্দা মেলেক পুরাইকাটি গ্রামের মোঃ কামাল সরদারের বাড়িতে হাজির হই এবং সেখান থেকে বিচুলির ভিতরে লুকিয়ে রাখা ১ টি মনিটর ও ২ টি সাউন্ড বক্স উদ্ধার করি এবং সেই সাথে হিতামপুর গ্রামের বাচ্চু গাজীর ছেলে রনি গাজীকেও সন্দেহ ভাজন চোর হিসেবে আটক করা হয়। তিনি আরও বলেন, আটককৃত চোর জাকির হোসেন সে তার আপন বোন রোজিনা ও তার স্বামী মোঃ সিদ্দিক সরদারের কথা মতো এগুলো করেছে। এ সময় চোর জাকির আরও বলেন, এ চক্রের মুল হোতা মেলেকপুরাইকাটি গ্রামের মৃত্যু জাহাবক্স সরদারের ছেলে গাঁজা ব্যবসায়ী আমার আপন বোন জামাই সিদ্দিক সরদার ও আমার বোন রোজিনা। আটক দুই চোরসহ উদ্ধারকৃত চুরির মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত দফাদার লিটন গাজী। এ ঘটনায় থানায় চু`রি মামলা হয়েছে এবং আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
