ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
অভিযোগ নিয়ে থানায় আসায় প্রতিপক্ষের হামলায় আহত অন্তত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 25 November, 2025, 11:46 AM

অভিযোগ নিয়ে থানায় আসায় প্রতিপক্ষের হামলায় আহত অন্তত ৩

অভিযোগ নিয়ে থানায় আসায় প্রতিপক্ষের হামলায় আহত অন্তত ৩

থানায় অভিযোগ দিতে আসায় থানা পুলিশের সিসি ক্যামেরার আওতায় দুই পক্ষ'র মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৪নভেম্বর) রাত সারে ৮টার দিকে গাছা মেট্রো থানার সামনে একটি কম্পিউটারের দোকানের ভেতরে ও সামনে এই মারামারির ঘটনা ঘটে। এসময় এগীয়ে আসেন গাছা থানা পুলিশের সদস্যরা।

ভূক্তভূগীর স্বজনদের বরাতে জানা গেছে, স্থানীয় একপক্ষের জমি বিক্রির টাকা থেকে অংশিদার দাবি করে গাছা থানা'র আওতাধীন কলমেশ্বর মৃধা বাড়ি এলাকায় দুই গ্রুপের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। সেখানে একপক্ষ আরেকপক্ষ'কে মারধর করে টাকা ছিঁনিয়ে নেয়ার অভিযোগ করেন ভূক্তভূগী পরিবার। সেখানে আপোষ মিমাংশা না হলে এক পক্ষ থানায় আসেন অভিযোগ দাখিল করতে।

পরে থানার সামনে সাঈদ কম্পিউটার দোকানে অভিযোগ লিখাকালীন সময় হঠাৎ প্রতিপক্ষের হামলার শিকার হন ভূক্তভূগী অপরপক্ষ'র নারী-পুরুষসহ অন্তত তিন-চারজন। এর মধ্যে রফিক নামে একজন পুরুষ গুরুতর আহত হওয়ায় তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। এ বিষয়ে সুস্থ বিচার প্রত্যাশা করেন ভূক্তভূগী পরিবারের সদস্যরা। পরিবারটি'র দাবি, তাদের মেরে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় প্রতিপক্ষরা।

অভিযোগ নিয়ে থানায় আসায় প্রতিপক্ষের হামলায় আহত অন্তত ৩

অভিযোগ নিয়ে থানায় আসায় প্রতিপক্ষের হামলায় আহত অন্তত ৩

আহতদের এক স্বজন বলেন, "আমার বইন দুলাভাইরে মারধর করে মোটা অঙ্কের টাকা নিয়ে গেছে প্রতিপক্ষরা। পরে থানায় অভিযোগ নিয়ে এলে হামলা করা হয়। তাদের (আহতদের) হাসপাতালে নিয়ে যাচ্ছি।"

অভিযোগ অশ্বিকার করে প্রতিপক্ষদের মধ্যে সাদেক নামে জনৈক ব্যক্তি বলেন, "তাঁরা নিজেরা হামলা করে প্রতিপক্ষদের ফাঁসাতে থানায় অভিযোগ নিয়ে এসেছে কেস করবার লাগি। তিনি বলেন, উভয় পক্ষ মারামারি করেছে জমির দালালি টাকার ভাগবাটোয়ারা নিয়ে শুনছি।"

এ ঘটনায় অভিযোগ পেলে আইনী ব্যাবস্থা নেয়ার কথা জানিয়েছেন নগরীর গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status