|
মুবাছড়িতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
শফিক ইসলাম, মহালছড়ি
|
![]() মুবাছড়িতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয়দের মতে, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দোকানের ভেতরের কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিক উদয়ন চাকমা (৪৩), পিতা—সুসেন চাকমা, জানান—অগ্নিকাণ্ডে তার দোকানের ২টি ফ্রিজ, ১টি টিভি, বিভিন্ন আসবাবপত্র ও মালামালসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৭,৫০০ টাকা নগদ অর্থ, ৩০ কেজি চাল ও ২টি কম্বল প্রদান করেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত দোকান পুনর্নির্মাণে দ্রুত ঢেউটিন সহায়তা প্রদান করার আশ্বাস দেন। এ সময় ইউএনও মোঃ আবু রায়হান গ্রামবাসীর উদ্দেশে বলেন, দুর্ঘটনার এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আপনারাও তাদের পাশে থাকবেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা প্রশাসনের দ্রুত সহায়তায় সন্তোষ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনে আরও সরকারি-বেসরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মনারটেক গ্রামে এই অগ্নিকাণ্ড স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, এবং এমন দুর্ঘটনা প্রতিরোধে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে।এছাড়াও মহালছড়িতে অতি দ্রুত একটি ফায়ার সার্ভিস স্থাপনের দাবী দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে স্থানীয়রা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
