ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
গাজীপুরে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে মানববন্ধন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 8 November, 2025, 2:44 PM

গাজীপুরে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে মানববন্ধন

গাজীপুরে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে মানববন্ধন

গাজীপুর মহানগরীর গাছা থানার মালেকের বাড়িতে আবাসিক হোটেল বন্ধে এলাকাবাসি মানববন্ধন করেছেন। শুক্রবার (৭নভেম্বর) জুমার নামাজের পর স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা এ মানববন্ধন করেন।

প্রায় ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা মালেকেরবাড়ি বাস-স্টপেজে সংলগ্ন একটি আবাসিক হোটেলের বিরুদ্ধে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ তুলে বক্তব্য দেন।

বক্তারা বলেন, "আবাসিক হোটেলের নামে এই এলাকায় হোটেলটি শুরু লগ্ন থেকে নানা অনৈতিক কাজে লিপ্ত। তারা বলেন, স্থানীয় যুবসমাজকে বিপথে নেয়ার উদ্দ্যেশ্যে হোটেলে নানা অনৈতিক অপকর্ম চালিয়ে আসছে।"

এসব অনৈতিক কাজ হোটেলটিতে গোপনে চালিয়ে আসছে কর্তৃপক্ষ। এমন অভিযোগে হেটেলটি বন্ধে স্থানীয়রা এর আগে উদ্যোগ নিয়ে কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেন। সেসময় স্থানীয় তোপের মূখে হোটেলের সাইনবোর্ড খোলে রাখা হয় বলেও স্থানীয়রা মানববন্ধনে জানান। তবে সব উপেক্ষা করে হোটেলের অনৈতিক কাজকর্ম চলমান জানিয়ে এটি বন্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয় মানববন্ধন থেকে।

এলাকাবাসির দাবি, হোটেলে যুব সমাজকে অনৈতিক কাজে সুযোগ করে দেয়া হয়। এর ফলে সমাজের যুবকরা বিপদ গামী হচ্ছে। বিভিন্ন মোবাইল নম্বরযুক্ত ভূয়া নামে পরিচিতি ও হোটেলে অনৈতিক সুবিধা গ্রহণের ভিজিটিং কার্ড সড়কে ফেলে রেখে যুবকদের নজর কারা হয়। পরে ওই নাম্বারে যোগাযোগ করা হলে হোটেলে মিলে অনৈতিক কাজের সুবিধা। এছারা দালাল চক্রের মাধ্যমেও এসব হোটেলে অনৈতিক কাজের সুবিধা গ্রহণের সুযোগ করে দেয়ারও অভিযোগ করেন বক্তারা।

তাই আবাসিক হোটেলের নামে চলা অনৈতিক কাজের এমন খোলামেলা বন্ধোবস্ত রোধে এলাকাবাসি, যুবসমাজ ও বয়বৃদ্ধসহ সকল শ্রেণীপেশার কিশোর বয়োবৃদ্ধ সকলেই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধন থেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status