|
শেরপুরের নালিতাবাড়ীতে ২৭০ কেজি ভারতীয় জিরা জব্দ
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের নালিতাবাড়ীতে ২৭০ কেজি ভারতীয় জিরা জব্দ বিজিবি সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ওই জিরা জব্দ করে। মোট ২৭০ কেজি জিরা জব্দ করা হলেও ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে বলে জানান লেফটেন্যান্ট মো. মেহেদী হাসান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
