|
রাশিয়ায় কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত, বহু আহত ও নিখোঁজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাশিয়ায় কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত, বহু আহত ও নিখোঁজ বুধবার গভীর রাতের এই বিস্ফোরণে আরও কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দেশটির চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর বিস্ফোরণে হতাহতের এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় চেলিয়াবিনস্কের গভর্নর আলেক্সেই টেক্সলার বলেছেন, সর্বশেষ তথ্যানুযায়ী, কোপেইস্কের ওই কারখানায় বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। এছাড়া কারখানার আরও ১২ কর্মী নিখোঁজ রয়েছে। তবে কী কারণে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি। গভর্নর আলেক্সেই টেক্সলার বলেন, আহতদের মধ্যে দু’জনকে বার্ন সেন্টারে এবং আরও দু’জনকে আঞ্চলিক ক্লিনিক্যাল হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া অপর একজন কোপেইস্ক সিটি হাসপাতালে অর্তি আছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকেও অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, কারখানার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শন করছে। চেলিয়াবিনস্কের এই গভর্নর বলেন, কোপেইস্ক জেলার পৌর এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এটি কোনও মনুষ্যবিহীন ড্রোন হামলার ঘটনা নয় বলে জানিয়েছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
