|
এটা শান্তির পথে বাধা - পশ্চিম তীর ইস্যুতে রুবিওর বার্তা ইসরায়েলকে
নতুন সময় প্রতিবেদক
|
![]() এটা শান্তির পথে বাধা - পশ্চিম তীর ইস্যুতে রুবিওর বার্তা ইসরায়েলকে মাত্র এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার পর বুধবার ইসরায়েলি রাজনীতিকরা অধিকৃত পশ্চিম তীর সংযুক্তকরণের দুটি বিল অনুমোদন করেন। রুবিও বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে বলেছেন-এটা এমন কিছু নয়, যা আমরা এই মুহূর্তে সমর্থন করতে পারি। আমরা মনে করি, এই পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার জন্যও হুমকি হয়ে উঠতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র যেসব আরব ও ইসলামি রাষ্ট্রকে গাজায় স্থিতিশীলতা বাহিনী পাঠানো এবং আর্থিক সহায়তার আহ্বান জানাচ্ছে, তারা স্পষ্টভাবে জানিয়েছে-অধিকৃত পশ্চিম তীর সংযুক্তকরণ তাদের কাছে একটি ‘রেডলাইন’। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, আমরা যেকোনো এমন ঘটনার বিষয়ে উদ্বিগ্ন, যা আমাদের গৃহীত প্রচেষ্টাকে অস্থিতিশীল করতে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
