ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাব: ‘শিগগিরই’ জবাব দেবে হামাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 October, 2025, 12:30 PM

গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাব: ‘শিগগিরই’ জবাব দেবে হামাস

গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাব: ‘শিগগিরই’ জবাব দেবে হামাস

হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে ফিলিস্তিনি গোষ্ঠীটি 'শিগগিরই' তাদের জবাব দেবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল আল জাজিরা আরবিকে বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ থামানোর লক্ষ্যে গোষ্ঠীটি ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এ প্রস্তাবের বিষয়ে শিগগিরই তারা নিজেদের অবস্থান জানাবে।

নাজ্জাল বলেন, ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনের জনগণের 'স্বার্থ রক্ষা করে', এমনভাবে নিজেদের মতামত প্রকাশের অধিকার হামাসের আছে।

তিনি আরও বলেন, 'সময় আমাদের ঘাড়ে চেপে বসা তলোয়ার—এমন যুক্তিতে আমরা [পরিকল্পনাটি] নিয়ে কাজ করছি না।'

চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউস ২০-দফার একটি নথি প্রকাশ করে। এতে অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তি, গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ ও একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার ট্রাম্প এই পরিকল্পনা মেনে নেওয়ার জন্য হামাসকে তিন থেকে চার দিন সময় দেন।

ফিলিস্তিনিরা যুদ্ধের অবসান চাইলেও অনেকেই মনে করছেন, এই পরিকল্পনাটি মূলত ইসরায়েলের পক্ষেই প্রস্তুত করা হয়েছে।

আগের আলোচনাগুলোতে হামাস দুর্ভিক্ষপীড়িত এই উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের ওপর জোর দিয়েছিল। তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছিল, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো নিজেদের বাড়িতে ফিরে যেতে পারার নিশ্চয়তা পাবে, বিশেষ করে উত্তর গজায়। উত্তর গাজাতে ইসরায়েলি বাহিনী এখন আক্রমণ তীব্রতর করছে।

হামাসকে রাজি করাতে মিশরের তৎপরতা

বৃহস্পতিবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে হামাসকে রাজি করানোর জন্য তার দেশ কাতার ও তুরস্কের সঙ্গে কাজ করছে।

প্যারিসে ফ্রেঞ্চ ইনস্টিটিউট অভ ইন্টারন্যাশনাল রিলেশনস-এ কথা বলার সময় বদর আব্দেলাত্তি বলেন, এটা স্পষ্ট যে হামাসকে নিরস্ত্র হতে হবে এবং ইসরায়েলকে গাজায় হামলা চালিয়ে যাওয়ার কোনো অজুহাত দেওয়া উচিত হবে না।

তিনি বলেন, 'কোনো একটি পক্ষকে হামাসকে অজুহাত হিসেবে ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ওপর এই উন্মত্ত দৈনন্দিন হত্যাকাণ্ড চালানোর সুযোগ দেওয়া যাবে না। যা ঘটছে, তা ৭ অক্টোবরের ঘটনাকে অনেক দূর ছাড়িয়ে গেছে।' ২০২৩ সালে ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠীটির হামলার দিকে ইঙ্গিত করে এ কথা বলেন তিনি। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, ওই হামলায় ১ হাজার ১২৯ জন নিহত হয়েছিলেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃত মৃতের সংখ্যা তিনগুণ পর্যন্ত বেশি হতে পারে।

আব্দেলাত্তি বলেন, 'এটি প্রতিশোধের চেয়ে বেশি। এটি জাতিগত নির্মূল অভিযান ও চলমান গণহত্যা। সুতরাং, যথেষ্ট হয়েছে, আর নয়।'

'অনেক ফাঁকফোকর পূরণ করা প্রয়োজন'

আলোচনার মূল মধ্যস্থতাকারী কাতার ও মিশর বলেছে, ট্রাম্পের পরিকল্পনার কিছু নির্দিষ্ট উপাদানের বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে।

আব্দেলাত্তি বলেন, কায়রো এই পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়ার জন্য হামাসকে রাজি করাতে কাতার ও তুরস্কের সঙ্গে সমন্বয় করছে। তবে তিনি এ বিষয়ে অত্যন্ত সতর্ক।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'হামাস যদি প্রত্যাখ্যান করে, তবে পরিস্থিতি খুব কঠিন হয়ে যাবে। এবং আমরা আরও উত্তেজনা দেখতে পাব। এ কারণেই আমরা এই পরিকল্পনাটিকে কার্যকর করতে এবং হামাসের সম্মতি পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছি।'

আব্দেলাত্তি আরও বলেন, তিনি গাজার জন্য ট্রাম্পের প্রস্তাবকে মোটাদাগে সমর্থন করলেও এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে।

তিনি বলেন, 'এতে অনেক ফাঁকফোকর রয়েছে যা পূরণ করা প্রয়োজন। এটি কীভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে আরও আলোচনা দরকার, বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে—শাসনব্যবস্থা এবং নিরাপত্তা-সংক্রান্ত আয়োজন।' 

ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির কারণ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিশর তা মেনে নেবে না।

'বাস্তুচ্যুতি ঘটবে না। না হওয়ার কারণ, বাস্তুচ্যুতির অর্থ হলো ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের অবসান,' তিনি বলেন। 'আমরা কোনো পরিস্থিতিতেই এটা হতে দেব না।'

এদিকে হোয়াইট হাউস বলেছে, ট্রাম্প আশা করছেন যে হামাস তার গাজা প্রস্তাব মেনে নেবে। তারা জোর দিয়ে বলেছে, গোষ্ঠীটি প্রস্তাব মেনে না নিলে মার্কিন প্রেসিডেন্ট এর প্রতিক্রিয়ায় ব্যবস্থা নিতে পারেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র অনেকাব্রই ইসরায়েল-সমর্থিত এমন প্রস্তাব দিয়েছে যেগুলোতে ফিলিস্তিনিদের সমর্থন পাওয়ার সম্ভাবনা কম। এ ধরনের প্রস্তাব দেয়ার পর ওয়াশিংটন সংঘাত অবসানের পথে প্রধান বাধা হিসেবে হামাসকে দায়ী করেছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই প্রস্তাব যদি দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে যায়, তাহলে কেবল তার দেশ এতে সমর্থন দিতে রাজি।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, হামাস 'হেরে গেছে'।

পরিকল্পনা অনুযায়ী, হামাসের যেসব সদস্য শান্তিপূর্ণ সহাবস্থান ও অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দেবে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। আর যারা গাজা ছেড়ে যেতে চাইবে, তাদের জন্য গ্রহণকারী দেশগুলোতে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ স্থানীয়দের মতামত ছাড়াই মধ্যপ্রাচ্যকে নতুন করে ঢেলে সাজানোর অতীতের পশ্চিমা প্রচেষ্টাগুলোরই প্রতিধ্বনি।

রাজনৈতিক বিশ্লেষক জেভিয়ার আবু ঈদ আল জাজিরাকে বলেন, 'এই চুক্তির মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে তারা এমন একটি ফর্মুলা উপস্থাপন করছে, যা এর আগে ইরাকে ব্যবহারের চেষ্টা করেছিল, এবং আমি মনে করি তারা সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছিল।'

আবু ঈদ বলেন, ট্রাম্পের এই প্রস্তাবে টনি ব্লেয়ারের মতো ব্যক্তিদের সম্পৃক্ততা এই অঞ্চলের অনেকের জন্য উদ্বেগের কারণ। ব্লেয়ার ২০০৩ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকাকালে ইরাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছিলেন।

তিনি বলেন, 'আমাদের অঞ্চলে টনি ব্লেয়ারের মতো অত্যন্ত বিতর্কিত ভূমিকা রাখা একজনের নেতৃত্বে একদল বিদেশিকে আনার যে চেষ্টা করা হচ্ছে, তা এ অঞ্চলের মানুষকে খুব একটা উৎসাহিত করবে না।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status