ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ ২২ আশ্বিন ১৪৩২
নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিওপিতে বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
প্রকাশ: Tuesday, 30 September, 2025, 5:16 PM

নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিওপিতে  বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিওপিতে বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উদ্যোগে সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর  পর্যন্ত নাইক্ষ্যংছড়ি বিজিবি'র উদ্যোগে বামহতির ছড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল অফিসার মেজর মোঃ মুত্তাদির ৩ শত অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিনামূল্যে ওষুধ পেয়ে মহা খুশি সীমান্তে বসবাসরত এ-সব মানুষ। 

এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। এতে একদিকে যেমন জনগণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন।  

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে। জনগণের প্রতি এ সহযোগিতা বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ।

এতে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন জেসিও মোশাররফ হোসেন, ভালুক খাইয়া বিওপির ইনচার্জ শাহ আলম,ফুলতলা বিওপির ইনচার্জ মোজাহিদসহ বিজিবির অধীনস্থ কর্মকর্তাগণ।

স্থানীয় জনসাধারণের বিজিবি’র এ উদ্যোগকে সাধুবাদ  জানিয়ে এ ধরনের চিকিৎসা সেবায় তাদের কষ্ট অনেকটা লাঘবের কথা জানান। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status