নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিওপিতে বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
|
![]() নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিওপিতে বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নাইক্ষ্যংছড়ি বিজিবি'র উদ্যোগে বামহতির ছড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল অফিসার মেজর মোঃ মুত্তাদির ৩ শত অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিনামূল্যে ওষুধ পেয়ে মহা খুশি সীমান্তে বসবাসরত এ-সব মানুষ। এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। এতে একদিকে যেমন জনগণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন। তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে। জনগণের প্রতি এ সহযোগিতা বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ। এতে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন জেসিও মোশাররফ হোসেন, ভালুক খাইয়া বিওপির ইনচার্জ শাহ আলম,ফুলতলা বিওপির ইনচার্জ মোজাহিদসহ বিজিবির অধীনস্থ কর্মকর্তাগণ। স্থানীয় জনসাধারণের বিজিবি’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের চিকিৎসা সেবায় তাদের কষ্ট অনেকটা লাঘবের কথা জানান। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |