রোজাকে বিয়ের পর তাহসানকে শুভেচ্ছা জানিয়েছি: মিথিলা
নতুন সময় প্রতিবেদক
|
![]() রোজাকে বিয়ের পর তাহসানকে শুভেচ্ছা জানিয়েছি: মিথিলা অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশে মিথিলা বলেছেন, প্রাক্তন স্বামী তাহসান খান এবং তাদের কন্যা আইরাকে ঘিরে তার বর্তমান সম্পর্ক কেমন। এ প্রসঙ্গে মিথিলা বলেন: রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। এর আগে কখনো এমন ব্যক্তিগত মন্তব্য তিনি জনসমক্ষে প্রকাশ করেননি বলেও জানিয়েছে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ কর্তৃপক্ষ। এই পর্বে মিথিলা আরও আলোচনা করেছেন- কীভাবে তিনি নানা সমালোচনার মুখে দৃঢ় থাকেন, ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে তার দাম্পত্য জীবন কেমন চলছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে হওয়া ট্রল কিংবা বুলিং মোকাবেলা করার অভিজ্ঞতা কেমন। একাডেমিক ও পেশাগত জীবনে মিথিলার অসাধারণ সাফল্য মিথিলা বরাবরই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন প্রথম বিভাগে। পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’-এ সিজিপিএ ৪.০০ পেয়ে অর্জন করেন ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’। ২০১৪-১৬ শিক্ষাবর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের মধ্যে সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থী ছিলেন তিনি। বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালে ১৭ বছর ধরে সফলতার সঙ্গে কাজ করছেন, যা তার পেশাগত দক্ষতা ও নিষ্ঠার পরিচায়ক।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |