ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ আশ্বিন ১৪৩২
রোজাকে বিয়ের পর তাহসানকে শুভেচ্ছা জানিয়েছি: মিথিলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 September, 2025, 5:54 PM

রোজাকে বিয়ের পর তাহসানকে শুভেচ্ছা জানিয়েছি: মিথিলা

রোজাকে বিয়ের পর তাহসানকে শুভেচ্ছা জানিয়েছি: মিথিলা

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর নবম পর্বে অতিথি হয়ে এসেছেন রাফিয়াত রশিদ মিথিলা। উপস্থাপক রুম্মান রশীদ খানের প্রাণবন্ত সঞ্চালনায় মিথিলা সেখানে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশে মিথিলা বলেছেন, প্রাক্তন স্বামী তাহসান খান এবং তাদের কন্যা আইরাকে ঘিরে তার বর্তমান সম্পর্ক কেমন। এ প্রসঙ্গে মিথিলা বলেন:

রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।

এর আগে কখনো এমন ব্যক্তিগত মন্তব্য তিনি জনসমক্ষে প্রকাশ করেননি বলেও জানিয়েছে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ কর্তৃপক্ষ।

এই পর্বে মিথিলা আরও আলোচনা করেছেন- কীভাবে তিনি নানা সমালোচনার মুখে দৃঢ় থাকেন, ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে তার দাম্পত্য জীবন কেমন চলছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে হওয়া ট্রল কিংবা বুলিং মোকাবেলা করার অভিজ্ঞতা কেমন।

একাডেমিক ও পেশাগত জীবনে মিথিলার অসাধারণ সাফল্য

মিথিলা বরাবরই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন প্রথম বিভাগে। পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’-এ সিজিপিএ ৪.০০ পেয়ে অর্জন করেন ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’। ২০১৪-১৬ শিক্ষাবর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের মধ্যে সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থী ছিলেন তিনি।

বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালে ১৭ বছর ধরে সফলতার সঙ্গে কাজ করছেন, যা তার পেশাগত দক্ষতা ও নিষ্ঠার পরিচায়ক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status