রিহানা এখন তিন সন্তানের মা
নতুন সময় প্রতিবেদক
|
![]() রিহানা এখন তিন সন্তানের মা ইনস্টাগ্রাম পোস্টে রিহানা জানান, গত ১৩ সেপ্টেম্বর জন্ম নিয়েছে তার কন্যা। মেয়ের নাম রাখা হয়েছে ‘রকি আইরিশ মেয়ার্স’। ছবিতে দেখা যাচ্ছে, সন্তানকে কোলে নিয়ে বসে আছেন রিহানা। পোস্টটি প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়, আর রিহানা ও এএসএপি রকির ভক্তরা তাদের শুভেচ্ছা ও ভালোবাসায় তাদের ভরিয়ে দেন। রিহানার এটি তৃতীয় সন্তান। এর আগে ২০২২ সালে তাদের প্রথম ছেলে সন্তান এবং ২০২৩ সালে দ্বিতীয় ছেলের জন্ম হয়। এই বছরের মে মাসে মেট গালার লাল গালিচায় হাজির হয়ে দম্পতি তাদের তৃতীয় সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন। নয়বারের গ্র্যামি জয়ী রিহানা ২০১৭ সালে নিজের প্রসাধনী ব্র্যান্ড ফেন্টি বিউটি প্রতিষ্ঠা করে ব্যবসায়ী হিসেবেও সফলতা অর্জন করেছেন। অন্যদিকে, র্যাপার হিসেবে পরিচিত এএসএপি রকিও বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবাম এবং গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |