ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইংরেজি সিনেমা ‘ডট’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 August, 2025, 9:46 PM

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে  ইংরেজি সিনেমা ‘ডট’

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইংরেজি সিনেমা ‘ডট’

প্রেক্ষাগৃহে ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাংলাদেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি ইংরেজি ভাষায় শুটিং করা হয়েছে। ইংরেজি ভাষায় চলচ্চিত্রেরই সেন্সর হয়েছে।

তরী মিডিয়া লিমিটেড এর ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছন বড়ুয়া মনোজিত ধীমন ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।

৩ আগস্ট সেন্সর ছাড়পত্র হাতে পান প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন। 

এই সিনেমায় অভিনয় করেছেন  বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনি প্রমুখ।


বড়ুয়া মনোজিত ধীমন বলেছেন, আন্তজার্তিকভাবে আমাদের সিনেমাটি সবাইকে দেখানোর জন্যই ইংরেজিতে কাজটি করেছি। আর আমাদের দর্শকরা বাংলা সাব টাইটেল দেখতে পারবেন।

‘ডট’ সিনেমার সময়সীমা দুই ঘণ্টা ৮ মিনিট।

এক প্রশ্নের জবাবে পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেছেন, সিনেমাটির আসল শক্তি হচ্ছে এর গল্প। এটি গল্প প্রধান।

উল্লেখ্য, ‘ডট’র শুটিং হয়েছে কুমিল্লা তিতাস উপজেলায়। সেখানে পুরোপুরি সেট সাজিয়ে সিনেমাটির শুটিং করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status