ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বিসিএস ‘জটিলতা’, যমুনা অভিমুখে প্রার্থীদের ‘পদযাত্রা’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 April, 2025, 9:32 PM

বিসিএস ‘জটিলতা’, যমুনা অভিমুখে প্রার্থীদের ‘পদযাত্রা’

বিসিএস ‘জটিলতা’, যমুনা অভিমুখে প্রার্থীদের ‘পদযাত্রা’

ঢাকার আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যুমনা অভিমুখে বিসিএস প্রার্থীদের পদযাত্রা। 

চুয়াল্লিশতম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে দুপুর থেকে অবস্থান কর্মসূচি শেষে ‘পদযাত্রা’ করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাচ্ছেন প্রার্থীরা। তারা এ কর্মসূচিকে ‘মার্চ টু যমুনা’ বলছেন।

মঙ্গলবার দুপুর থেকে ঢাকার আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন-পিএসসির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন প্রার্থীরা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রার্থীদের প্রতিনিধিদের একজন সালেহিন গণমাধ্যমকে বলেন, “৪৪তম বিসিএসের ভাইভা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে আমরা তিন শতাধিক প্রার্থী পদযাত্রা নিয়ে যমুনার দিকে যাচ্ছি। ‘মার্চ টু যমুনা’ এখন পরিকল্পনা কমিশন অতিক্রম করছে। পিএসসির সঙ্গে আলোচনা করে কোন লাভ হয়নি।

“আমাদের পক্ষ থেকে প্রতিনিধি দল কমিশনের সঙ্গে কথা বলেছে। কিন্তু কমিশন অনড়। কমিশন বলছে, লিখিত পরীক্ষার প্রশ্ন ছাপানো ও এর নিরাপত্তা দেওয়া যাবে না। তবে আমাদের দাবি, লিখিত স্থগিত করে আগে ভাইভা নেওয়া হোক, পরে লিখিত পরীক্ষা শুরু হোক।”

তার আগে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা আগামী ৮ থেকে ১৯ মের মধ্যে এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার প্রার্থী, যারা ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত এই মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পরে দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি দ্রুত জানিয়ে দেওয়ার কথাও বলেছে কমিশন।


৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন। বর্তমানে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। ২০২১ সালে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা এই বিসিএসের মৌখিক পরীক্ষা এক দফায় শুরু হলেও গত ১৮ নভেম্বর তা বাতিল ঘোষণা করে পিএসসি। পরে গত ২২ ডিসেম্বর থেকে ফের শুরু হয়।

প্রথম দফায় মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৮ মে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে তা প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।

আগে ৩ হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। এতে মোট ১১ হাজার ৭৩২ জনের অংশ নেওয়ার কথা ছিল। 'ন্যায্যতা বজায় রাখতে প্রার্থীদের করা আবেদনের প্রেক্ষিতে' এ পরীক্ষা বাতিল করা হয়েছিল বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরুর ঘোষণা ইতোমধ্যে দিয়েছে কমিশন। দুই দফায় প্রিলিমিনারির ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এ বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন, যাদের একাংশ পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছর ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

গত বছরের ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরির্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ অগাস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।

‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি। পরে গত ২৭ নভেম্বর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের প্রকাশ করেছে পিএসসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status