তেঁতুলিয়ায় নায্যমূল্যে আলু বিক্রি শুরু করলো উপজেলা প্রশাসন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
পঞ্চগড়ের তেঁতুলিয়া বাজার সিন্ডিকেট ভাঙতে ও ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেওয়ার উদ্দেশ্যে ৫৩ টাকায় আলু বিক্রি শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ নভেম্বর ) বিকেলে সাড়ে ৫ টায় উপজেলার চৌরাস্তা বাজারে সাধারণ ক্রেতাদের ন্যায্যমূল্যে কেনাকাটার সুবিধার্থে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় এই ন্যায্য মূল্যের বাজারের কার্যক্রম শুরু হয়। ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মো.রুবেল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মো.রনি মিয়াজি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, উপজেলা ছাত্র সমন্বয়ক হযরত আলীসহ আরও অনেকে। ন্যায্য মূল্যে বাজার পরিচালনায় সহযোগিতা করা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের রনি মিয়াজি বলেন, গত বৃহস্পতিবার পঞ্চগড়ে জেলা প্রশাসক স্যার ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় আজকে ৫৩ টাকায় আলু বিক্রি শুরু করেছি। আজকে জনপ্রতি ৩ কেজি করে মোট ৩০০ লোকের কাছে এই আলু বিক্রি করা হবে। আগামীতে আলুর পাশাপাশি অন্যান্য সবজি এ বাজারে সংযুক্ত করা হবে। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে বাজার নিশ্চিতের লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। এখানে ৫৩ টাকা কেজি দরে মোট ১০০০ কেজি আলু ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। আমরা আশা করছি এই কার্যক্রম চলমান থাকলে বাজারের সিন্ডিকেট ভাঙতে পারা যাবে এবং আলুর দামে কমে আসবে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |